পাবনা প্রতিশ্রুতির ২৩জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

0

পাবনা প্রতিনিধি : পাবনায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর “ কর্মসূচি সহায়ক তহবিল” এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পাবনা প্রতিশ্রুতি’র আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এসকল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষাবৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা সমাজসেবার উপপরিচালক রাশেদুল কবির,পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার, পরিচালক মনির হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান ।

অনুষ্ঠানে পাবনা প্রতিশ্রুতির কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের এসএসসি পাশ করা হতদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের ২য় পর্যায়ে ১৩জনকে ও ২০২০ সালের এসএসসি পাশ করা হতদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের ১ম পর্যায়ে ১০জনকে ১২ হাজার করে মোট ২৩জনকে ২ লক্ষ ৭৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.