নকলার চন্দ্রকোনা ও উরফাতে তীব্র ভাঙ্গনে হুমকির মুখে সড়ক ও বাড়িঘর
নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ও চন্দ্রকোনার দুটি নদী মৃগী নদী ও ভোগাই কালো গাং তীব্র ভাঙ্গনে দিশাহারা হয়ে পড়ছেন নদীতীরবতী মানুষ। জানাগেছে, উরফা ইউনিয়নের উরফা পিছলাকুড়ি বাজার হয়ে নালিতাবাড়ির মরিচপোড়ান যাওয়ার সড়ক দুই কিলোমিটার হুমকিতে পড়েছে । ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যাচ্ছে । এসব এলাকায় শতাধিক বাড়িতে অতিরিক্ত পানি প্রবেশ করেছে । চন্দ্রকোনার মৃগী নদীর ভাঙ্গনে দড়িপাড়া , চরমধুয়া নামাপাড়া , চরবাছুর আলগী, সড়ক বিপদ জনক অবস্থায় পড়েছে । প্রতি ঘন্টায় এক ফুট করে সড়ক ভেঙ্গে যাচ্ছে । এসব ভাঙ্গল কবলিত এলাকায় শতাধিক বাড়ি হুমকির মুখে পড়েছে । স্থানীয় চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকি বলেছেন বাছুর আলগা সড়কটি টেন্ডার হয়েছে সরকারী ভাবে দ্রুত মেরামত করলেই যোগাযোগ রক্ষা হবে।