পাবনা জেলা যুবলীগের খাদ্য সামগ্রী, ফলদ, বনজ ও ওষুধি গাছ বিতরন
পাবনা জেলা যুবলীগ এর দোগাছি ইউনিয়নের ৮৫০ টি করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ফলদ,বনজ ও ওষুধি গাছ বিতরণ
পাবনা প্রতিনিধি : স্কয়ার গ্রুপের সহযোগিতায় ধারাবাহিক খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আরো সাড়ে ৮৫০ টি করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী এবং ফলদ, বনজ ও ওষুধি গাছ বিতরন করেছে জেলা যুবলীগ।সকালে এ ইউনিয়নের দ্বীপচর ইউনুস আলী স্কুল এন্ড কলেজ মাঠে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের তত্বাবধায়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু, উপ প্রচার সম্পাদক হাজী শরীফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবহান সরদার, স্কুলের গভর্নিং কমিটির সভাপতি নওসের আলী মন্টুসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।করোনাকালীন গেল তিন মাসে স্কয়ার গ্রুপের সহযোগিতায় জেলা যুবলীগ পাবনা পৌর এলাকার সবকটি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০ টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ পর্যন্ত প্রায় ২০ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী এবং ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর পাশপাশি পৌছে দিল গাছের চারা।