কাপ্তাইয়ে লকডাউনের বিধিনিষেধ মানাতে তৎপর উপজেলা প্রশাসন অপরাধের বিভিন্ন ধারায় অর্থদন্ড
মাহফুজ আলম, কাপ্তাই : কাপ্তাইয়ে লকডাউনের বিধিনিষেধ মানাতে তৎপর উপজেলা প্রশাসন অপরাধের বিভিন্ন ধারায় অর্থদন্ড করেছে প্রশাসন । সরকার ঘোষিত কঠোর লকডাউনের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে করোনা কালীন সময়ে বিধি নিষেধ মানাতেই মাঠে নেমেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। ৫ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পোনে ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি বাজারে, কাপ্তাই ইউপি এলাকাধীন নতুনবাজার ও কাপ্তাই প্রজেক্ট নিউমার্কেট-পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাহিরে অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকতে পরামর্শ দেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় ০৭ টি মামলায় ৩,৬০০টাকা. সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ ধারায় ০৩ টি মামলায় ৩০০টাকা. বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২৬ এর ১ ধারায় ০২ টি মামলায় ১,০০০টাকা. ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫২ ও ৩৮ ধারায় ০২ টি মামলায় ২,০০০টাকা সহ সর্বমোট ৬,৯০০টাকা জরিমানা আদায় করেন। এসময়ে ২৩ ইবি ইউনিট এর সেনা টহল দল ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।