রাঙ্গামাটিতে হ্রদের পাড়ে গড়ে উঠা ৬ টি দোকান ধসে পড়লো

0

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি শহরে রিজার্ভ বাজারের জেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের উপরে কাপ্তাই হ্রদের পাড়ে গড়ে উঠা ৬টি দোকান ধসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকানের জিনিসপত্র ব্যাপকভাবে ক্ষতি হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে শহরের রিজার্ভ বাজারের শহীদ আব্দুল আলী একাডেমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকানদাররা হলেন, মো. মামুন, সুভাস দে, মো. হেলাল, মো. সেলিম, মো. হারুন এবং তোতা মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বেশ কয়েকদিন ভারী বর্ষণে রাস্তার পাশে জমে থাকা পানি প্রবেশ করে মাটি নরম হয়ে যাওয়াই দোকানগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাছাড়া হ্রদের পাড়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কমিউনিটি সেন্টার বহুতল ভবন নির্মাণে দোকানের নিচের অংশের মাটি কাটার ফলে সোমবার সকালে ৬টি দোকান হঠাৎ করে ধসে পড়ে। সাতদিনের কঠোর লকডাউন থাকার কারণে দোকানে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অন্তত ৪০লক্ষ টাকার মালামাল ব্যাপকভাবে ক্ষতি হয়েছে বলে জানান তারা।

এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙ্গামাটি সদর উপজেলার প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, কোতয়ালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো. কবির হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি নেতৃবৃন্দ প্রমূখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.