নকলায় ২২ কৃষকের কপাল পুড়ছে ,সঠিকভাবে শষা আবাদ করলেও ফলন নেই

0

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার চরকৈয়া গ্রামের বিল্লাল হোসেন , মারফত আলী , আলম, আব্দুল মান্নান , মোতালেব হোসেন সহ ২২জনে ৪একর জমিতে চাষ করে শষা । কুশিয়ার সীড নামে একটি কম্পানির সাথে কথা বলে সিলেটের উৎপাদ্দিত এফ এক হাইব্রিড নামে শাপলা জাতের শষা আবাদ করেছিলও ঐ ২২জন চাষী তারা কম্পানীর আমদানী কারক মা বীজ ভাডার আমোয়াকান্দা ফুলপুর আল আমিন এর দোকান হতে ১৫০ প্যাকেট শষার বীজ সরবরাহ করে নিজের এলাকায় সমিতির মাধ্যমে শষা চাষ করে। শষা চাষে কৃষি বিভাগ ও অন্যন্য ৫টি কম্পানীর পরামর্শ নিয়ে আবাদ করলেও তাদের শষা বাগানে ৫৩ দিন অতিবাহিত হলেও একটি শষাও হয়নি । গাছ সবল আছে সুস্থসবল গাছ ফুলে ফুলে ভরা কিন্তু তাদের শষা ক্ষেতে ৩৫ দিনে শষা হওয়ার কথা থাকলেও ৫৩ দিনেও শষার কুড়ি দেখা দেয়নি গাছে । সরজমিনে গেলে দু:চিন্তায় ভেঙ্গে পড়ে কৃষকগন । তারা বলেন আমাদের ক্ষতি পূরণ দিতে হবে নইলে কম্পানী বাতিল করতে হবে । এজন্য কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা ।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.