পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন-এমপি প্রিন্স

0

পাবনা প্রতিনিধি: পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি-এই স্লোগানকে সামনে রখে আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা লেকে মাছের পোনা অবমুক্ত করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এমপি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মাছ, পুষ্টিকর সম্পূর্ণ খাবার ক্ষেতে হবে, তাহলেই এই করোনা ভাইরাস রোগ মোকাবেলা করা সম্ভব। এবং পরিত্যক্ত জলাশয়ে মাছ চাষ করার অহব্বন জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল রউফ, সদর উপজেলা নিবার্হী কর্মকতা জয়নাল আবেদীন, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ অন্যান্য ব্যক্তি বর্গ।
আগামী সাতদিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যে দিয়ে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.