ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৪৫,৫০০/- টাকা জরিমানা করেছে র‌্যাব

0

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৪৫,৫০০/- টাকা জরিমানা করেছে র‌্যাব-১২ । র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪/০৭/২০২১ তারিখ সিরাজগঞ্জ শহরের নিকটবর্তী রামগাঁতী এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর অপারেশন টিম। র‌্যাববের সহযোগিতায় সার্বিক বিষয় পর্যালোচনা করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঈন উদ্দিন, ক-অঞ্চল, সিরাজগঞ্জ এবং র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে মের্সাস যমুনা ফ্লাওয়ার মিলস্ এর স্বত্ত্বাধিকারী মোŦ রেজাউল, পিতা- মো: আলী আকবর, সাং- বিশ্বাস বাড়ী, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জকে ২০,০০০/- টাকা, চিপস তৈরীর কারখানা এর স্বত্ত্বাধিকারী মো: মাহমুদুল, পিতা- মোŦ হাজী আব্দুস সামাদ, সাং- সয়াধান গড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জকে ১০,০০০/- টাকা, সেমাই তৈরীর কারখানা এর স্বত্ত্বাধিকারী মোŦ রফিকুল ইসলাম, পিতা- মোŦ জাসের মন্ডল, সাং- মিরপুর, থানা ও জেলা- সিরাজগঞ্জকে ১০,০০০/- টাকা, মরিচের গুড়া তৈরীর কারখাানা এর স্বত্ত্বাধিকারী হাজী আব্দুস সাত্তার, পিতা- মৃত দুলাল শেখ, সাং- কালিয়া, থানা ও জেলা- সিরাজগঞ্জকে ৫,০০০/- টাকা, এবং স্বাস্থ্যবিধি অমান্য করে কেরাম খেলা পরিচালনা করায় কেরাম বোর্ডের মালিক মোŦ রতন, পিতা- মো: আব্দুল গফুর, সাং- রায়পুর পশ্চিম পাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জকে ৫০০/- টাকাসহ উক্ত প্রতিষ্ঠান গুলোকে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্ন মানের খাবার উŤপাদন এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে সর্বমোট- ৪৫,৫০০/-(পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.