দিরাইয়ে চাঁদাবাজি মামলায় ইউপি সদস্য গ্রেফতার

0

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে চাঁদাবাজি মামলায় তাড়ল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শফিকুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। জানা যায়, উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন চৌধুরীর দায়ের করা মামলায় তার ভাগ্নে ইউপি সদস্য শফিকুর রহমান চৌধুরীকে রোববার (১ আগস্ট) দুপুরে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, পুর্ব বিরোধের জেরে বন্দুক দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করার অভিযোগ করেছেন নাজিমুদ্দিন চৌধুরী। তার অভিযোগের প্রেক্ষিতে রোববার দিরাই বাজার এলাকা থেকে শফিক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

এবিষয়ে স্থানীয়রা জানায়, নাজিমুদ্দিন ও ইউপি সদস্য শফিকুর রহমান চৌধুরী সম্পর্কে মামা-ভাগ্নে। তারা দুজনেই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের বাসিন্দা। জলমহাল, খেয়াঘাটসহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নের পুর্ব বিরোধ ছিল।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গ্রেফতারকৃত ইউপি সদস্য শফিক চৌধুরীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.