শবদাহ সৎকারে এগিয়ে আসলো বাংলাদেশ হিন্দু মহাজোট শ্রীমঙ্গল
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : করোনাভাইরাস ঝুঁকিতে সীমান্ত ঘেঁষা মৌলভীবাজার জেলা, দিন দিন করোনা সনাক্তের সংখ্যা যেমন বেড়ে চলেছে তার সাথে পাল্লা দিয়ে মৃত্যুও। করোনা রধ কল্পে আজ রোজ রোববার ১লা আগষ্ট দুপুরে বাংলাদেশ হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলায় শবদাহ সৎকারে ব্যবহারের জন্য, উপজেলা সৎকার কমিটি’র নিকট সহযোগিতার জন্য ১০ পিস পি পি, ১০০ পিস হ্যান্ড গ্লাভস, ১৮০ পিস সার্জিক্যাল ফেইস মাস্ক প্রদান করা হয় শ্রীমঙ্গল শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলার সহ-সভাপতি জয় ধরে, সাধারণ সম্পাদক লিটন দেব, সাংঘাটনক সম্পাদক রাজ ঘোষ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। শবদাহ সহকারের সরঞ্জমাদি গ্রহন করেন,শবদাহ কমিটির আহবায়ক সুশীল শীল,সদস্য সচিব সুধিপ দাস রিংকু ও সদস্যবৃন্দ ছুটন চৌধুরী, পাপন দত্ত,কানন দাস প্রমুখ।