শ্রীমঙ্গল ৩নং সদর ইউপি মহিলা সদস্যকে প্রাণ নাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ৩নং ইউপি সদস্য মোছাঃ মালেকা বেগম গতকাল সোমবার (২রা আগষ্ট) রাত সাড়ে ৮ ঘটিকায় শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন, নয়াগাঁও এলাকায় অবৈধ ভাবে বালু উত্তলন করে আসছে আজমীর মিয়া(৩৫) নামক এক ব্যাক্তি।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে গত (৩১শে জুলাই ) ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে, ভ্রাম্যমাণ আদালতে অবৈধ বালু উত্তলনকারীর বালু ও বালু বোঝাই ট্রাক সহ এসিল্যান্ড(ভূমি) নেছার উদ্দিন আজমীর মিয়া সহ গং দের ৮০ হাজার টাকা জরিমানা ও করেন। এরই ধারাবাহিকতায় জনৈক ব্যাক্তি আজমীর মিয়া ইউপি মহিলা সদস্য মালেকা বেগম’কে বিভিন্ন রকম গালিগালাজ ও প্রাননাশের হুমকি প্রদান করেন।
পরে মহিলা ইউ পি সদস্য শ্রীমঙ্গল থানা এবং এসিল্যান্ড জনাব নেছার উদ্দিনকে তাকে গালিগালাজ ও প্রানে মেরে ফেলার বিষয়ে অবগত করেন ও নিজের প্রান ভয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ শেষে থানা থেকে বের হয়ে আসার আগেই এ এস আই সারোয়ার হোসেন মহিলা ইউ পি সদস্যের অভিযোগপত্রটি হাত থেকে ছিনিয়ে নিয়ে কৌশলে অভিযোগ পত্রের এক কপি ছবি তুলে নেন।
তার পর মূহুর্তে অবৈধ বালু কারবারি আজমীর মিয়া ও এ এস আই সারোয়ার হোসেনের যোগসাজশে মহিলা ইউ পি সদস্য মালেকা বেগমের নামে একটি মামলা দায়ের করেন বলে অভিযোগ করেন মালেকা বেগম।
অভিযোগের পরিপ্রক্ষিতে পরদিন গত ১লা আগষ্ট অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা এ এস আই সারোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছালে আজমীর মিয়া নামক ব্যাক্তি মহিলা ইউ পি সদস্যকে তাহার উপস্থিতিতে সন্ত্রাসী কায়দায় প্রানে মেরে ফেলার হুমকি প্রদর্শন করেন এবং তদন্ত কর্মকর্তা এ এস আই সারোয়ার হোসেন মহিলা সদস্যকে হাতকড়া লাগিয়ে থানায় নিয়ে যাবেন বলে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন মালেকা বেগম । মালেকা বেগম একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া পরও এহেন আচরণ ও প্রান নাশের হুমকির জন্য আতঙ্কিত হয়ে গতকাল শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দেশবাসী সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে নিজের ও তার পরিবারের জানমালের নিরাপত্তা কামনা করেন।
এবং এমন ঘটনার শাস্তি দাবি করে অচিরেই দোষীদের আইনের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য আকুল আবেদন করেন। এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে এ এস আই সারোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউ পি সদস্য মালেকা বেগম আইনি কাজে বাঁধা প্রদান করেছেন, এজন্য এমনটা হয়েছে, আমি আমার ওসি স্যারকে এ বিষয়ে অবগত করেছি। অভিযুক্ত ব্যাক্তি আজমীর মিয়ার সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি জানান, এমন কোন ঘটনা ঘটে নাই আমি কিছু জানি না বলে সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন। এব্যাপারে জানতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুস ছালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টি জানতে পেরেছি, তবে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।
ঐই সময় মালেকা বেগমের তদন্ত কর্মকর্তা এ এস আই সুব্রত সাথে যোগাযোগ করা হলে জানান, আমি এ বিষয়ে আমি আমার সিনিয়র স্যার কে অবগত করতেছি এবং আকোপটে এক পর্যায়ে স্বীকার করেন সরকারী কর্মকর্তা হয়ে এমনটা কাম্য নয়। এদিকে ইউ পি সদস্য মালেকা বেগম সংবাদ সম্মেলনে তার অভিযোগে আরও বলেন, বালু উত্তোলনে অভিযুক্ত ব্যাক্তি শ্রীমঙ্গল সদর ইউপি’র ইছবপুরের মৃত আতর আলীর ছেলে আজমীর মিয়া গং ও শ্রীমঙ্গল থানার এ এস আই সারোয়ারের যোগসাজশে এমন অপ্রতিকর ঘটনার তৈরি হয়েছে।