প্রধানমন্ত্রীর সহায়তার ২৮ লাখ ৫০ হাজার টাকার চেক পেলেন কাপ্তাই বিআরডিবি’র সমবায়ী পল্লী উদ্যোক্তারা
মাহফুজ আলম, কাপ্তাই( রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলার বিআরডিবি’র সমবায়ীদের কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত সমবায়ীদের মধ্যে ৭১ জন সমবায়ী পল্লী উদ্যোক্তা তালিকাভুক্ত হয়েছেন, এজন্য সরকার বরাদ্দ রেখেছেন ১ কোটি ৪৮ লাখ টাকা। এরিমধ্যে যারা মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার প্রনোদনা ঋণের জন্য মনোনিত হয়েছেন তাদের মধ্যে প্রথম ধাপে ১৪ জন ক্ষতিগ্রস্ত সমবায়ীকে ৫ আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ২৮ লাখ ৫০হাজার টাকার ঋণ প্রদান করা হয়।
অনুষ্টানে কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার আব্দুল্লাহ আর বাকেরের সঞ্চালনায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দ্বিপ্তীময় তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা,কাপ্তাই উপজেলা সহকারী ( বিআরডিবি) পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য করোনা কালীন এ দুঃসময়ে সময়ে উদ্যোক্তারা ব্যাবসার জন্য লোন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মনখুলে দোয়া করে তাদের অভিমত ব্যাক্ত করেন।