পাবনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২১

0

পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭৪ জন রোগী ভর্তি রয়েছে। এক দিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ৩ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ১ জন ও উপসর্গে ২ জন মারা গেছেন। এছাড়াও ঢাকার হাসপাতালে আরও ১জন মারা গেছেন।

উপসর্গে মৃত ব্যাক্তি হলেন- পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শিফটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারহানা তাপসী (৫০), আটঘরিয়ার দেবোত্তরে ১ জন, সদরের ২ জন, বেড়া উপজেলার ১ জন, ঈশ্বরদীর ২ জন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, এসময় মারা গেছেন ১ জন । শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। ১ লক্ষ ৩৬ হাজার ৩৩৬ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৩৭ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৫ জন। সুস্থ্য হয়েছেন ৮ হাজার ৮৬২ জন। প্রায় সাড়ে ৪ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৮৮ শতাংশ। সুস্থ্যতার হার ৮২দশমিক ৫৪ শতাংশ

পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. কেএম আবু জাফর জানান, করোনা মৃত্যু ও সংক্রমণ অনেকাংশে কমে আসছে এ জেলাতে। এই ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.