পাবনায় শেখ ফজিলাতুন নেছা’র জন্মবার্ষিকী উৎযাপিত

0

রফিকুল ইসলাম সুইট : “ সংকটে সংগ্রামে নির্ভীক সহযোগী” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্র্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯১ তম জন্ম বার্ষিকী উৎযাপিত হয়েছে। দোয়া মাহফিল, কোরানখানী, পুষ্পার্ঘ অর্পন, সেলাইমেশিন বিতরণ,স্মৃতিচারণ, আলোচনা সভা নানা কর্মসুচীর মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়।

রোববার সকালে পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পাবনা পৌরসভা, পাবনা জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন জন্মবার্ষিকী পালন করে। পাবনায় শেখ ফজিলাতুননেছার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ করেন পাবনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পাবনা পৌরসভা,পাবনা জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পুষ্পার্ঘ অর্পন শেষে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাইমেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসুচী উৎযাপিত হয়। কাচারী মসজিদ মসজিদে কোরানখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিযুর রহমান, পুলিশ সুপার মহিবুল ইসলাম, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, আফরোজা আকতার, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহান, সদর ইউএনও তহমিনা আকতার রেইনা, সহকারী কমিশনার বায়েজিদ বিন আকন্দ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জব্বার প্রমূখ।

 

পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, পুষ্পার্ঘ অর্পন, স্মৃতিচারণ, আলোচনা সভা নানা কর্মসুচীর মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষণ রায়,শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপদেষ্টা লিয়াকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, জেলা মহিলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী , পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজাহান মামুন, সদস্য কামরুজ্জামান রকি, শরিফুল হক পলাশ,

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ, জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিম্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম সহ জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। দোয়া ও বিশেষ প্রার্থনা পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: বেলালী। জেলা সকল উপজেলায় জন্মবার্ষিকী উৎযাপিত হয়। জেলার ৯ টি উপজেলায় ৬৩ টি সেলাইমেশিন দেয়া হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.