বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

মো. হুমায়ুন কবির (গৌরীপুর) : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহার ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের বাবা বীর মুক্তিযোদ্ধা (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য) মফিজ উদ্দিন (৮২) আর নেই। তিনি বার্ধক্য জনিত কারনে শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বীর আহাম্মদপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে ১০ নিজ গ্রামে জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা কফিনে শ্রদ্ধা জানান, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর থানার এস আই মাইনুল রেজা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।
বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিমের ভগ্নিপতি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.