সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩০০ কৃষকের মাঝে ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ সহায়তা প্রদান

0

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার আয়োজনে রবিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের হলরুমে ৩০০ কৃষকের মাঝে তিন কেজি করে আমন ধানের বীজ সহায়তা প্রদান করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার আনম আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মোঃ শাহজান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এসএম মফিজুল ইসলাম , ইমরান উল্লাহ রাজু, প্রমুখ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.