হাঁটু পানিতে নেমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল পাবনা জেলা যুবলীগ
পাবনা প্রতিনিধি :এবার হাঁটু পানিতে নেমে পাবনা জেলা যুবলীগ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন । মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসুচির আংশ বিশেষ হিসাবে এবং পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির পরিকল্পনা ও উৎসাহে আজ ১ আগষ্ট পবিত্র ঈদ উল আযহা নামায শেষ করে পাবনা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যরা ছুটে চলে যায় পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের বন্যা কবলিত মানুষের কাছে । বন্যার পানিতে ডুবেগেছে যাদের বাড়িঘর ,যারা কুরবানী ঈদ কি জিনিস বা কুরবানীর মাংস তাদের খাবার প্লেটে জুটবে কি না তাদের কঁথা চিন্তা করে পাবনা জেলা যুবলীগের এই ব্যতিক্রম উদ্যাগ ।
জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক বলেন আসহায় মানুষদের কে ঈদ উপলক্ষে তাদের কাছে মাংস এবং চাউল , ডাউল, তেল , লবন , আলু , সাবান , এবং খাবার স্যালাইন তুলে দিতে পেরে নিজেকে কাছে খুব ভালো লাগছে ,পাবনা জেলা যুবলীগ আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি কে ধন্যবাদ জানান, তিনি যে ঈদের দিন বন্যা কবলিত মানুষের কথা মাথায় রেখে এমন উদ্যাগ নিয়েছেন সেজন্য । পাবনা জেলা যুবলীগের পক্ষ উপস্থিত ছিলেন গোলাম মস্তফা এবং পিনু ।শিবলী সাদিক বলেন আরো বলেন সর্বশেষে ফরিয়াদ করি মহান মালিক আল্লাহ যেন এমন ঈদ আমার এবং আমাদের জীবনে বার বার দেয় সত্যিই আনেক তৃপ্তি পেয়েছি সাবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যায় সবাই কে এ পরামর্শ দিয়ে ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানান ।