পাবনায় জাতীয় শোক দিবস পালিত
রফিকুর ইসলাম সুইট : পাবনায় সর্বত্র যথাযোগ্য মর্যাদায় সার্বজনিনতায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওযার্ড কলেজে,পাবনা জেলা পরিষদ, পাবনা পৌরসভা, পাবনা মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা চেম্বার্স অব কমার্স, পাবনা সড়ক ও জনপথ, পাবনা গণপুর্ত, এলজিইডি, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়, সামাজিক বনবিভাগ, সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা প্রেস ক্লাব, সকল উপজেলা প্রশাসন, মানসিক হাসপাতাল, সরকারি নার্সিং কলেজ, ড্রামা সার্কেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, রক্তদান, প্রামান্যচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ ব্যাপক কর্মসুচী পালন করে। রোববার জেলার সর্বত্র এসব কর্মসুচী যথাযথ মর্যাদায় পালিত হয়।
পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতবৃন্দ রাত ০০.০১ মিনিটে পাবনা জেলা পরিষদ চত্ত্বরে “বঙ্গবন্ধুর ম্যুরাল” এ পুষ্পার্ঘ অর্পন করেন । সকালে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন “বঙ্গবন্ধুর ম্যুরাল” এ পুষ্পার্ঘ অর্পণ করে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্টিত হয়। জেলা প্রশাসক াকশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, প্রফেসর কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শোশারোফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, মোকলেসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর রহমান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা সুপার শাহ আলম খান প্রমুখ।
পাবনা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি সংসদ, শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগ দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ ব্যাপক কর্মসুচী পালন করে। ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অংশ গ্রহন করেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সহ সভাপতি আবুল কালাম আজাদ, চন্দন কুমার চক্রবর্তী, সাংগাঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, বিজয় ভুষন রায়, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে – বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, দোয়া মাহফিলসহ ব্যাপক কর্মসুচী পালন করেন। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী, প্রো. ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ, আহবায়ক ড. সাইফুল ইসলাম প্রমুখ।
পাবনা পৌরসভা নানা কমসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে। পুর্স্পাঘ অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে।
পাবনা প্রেসক্লাব যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।
পাবনায় জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন : পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন। বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপন, খাবার বিতরণসহ ব্যাপক কর্মসুচী পালন করে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র পরিচালনায় এসব কমসুচীতে অংশ গ্রহন করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, শ্রী চন্দন কুমার চক্রবর্তী, যুগ্ন সম্পাদক এডভোকেট বেলায়েত আলী বিল্লু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ওবায়দুল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন,
পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিমা সুমন, সাধারন সম্পাদক শাহাজাহান মামু, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তুজা বিশ্বাস, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ, সাবেক ছাত্র নেতা সেলিম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। দিবসটি উপলক্ষে পাবনা হর্কাস মার্কেট চত্ত্বরে সরকারি এডওর্য়াড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন এর আয়োজনে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ জেলা, পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহন করে। এ ছাড়া জেলার সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন শাখা দিবসটি উপলক্ষে নানা কমসুচী পালন করেন।