কুষ্টিয়া গণপূর্ত বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
মোঃ সুজন বিশ্বাস কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালন হয়েছে। দিবসের প্রাক্কালে রবিবার সকালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পস্তর্বক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে আততায়ীদের হাতে নিহত তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানসহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।