আটঘরিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
সোমবার সকালে টেবুনিয়া-চাটমোহর সড়কে আটঘরিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে স¤প্রতি ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরপত্তা আইন বাতিলের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন, আটঘরিয়া প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোনায়েম খান, সাংবাদিক আমিরুল ইসলাম, মাসুদ রানা, আনোয়ারুল ইসলাম খান প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক এমপি আরজু ক্ষুব্ধ হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করেন।