বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাবনা জেলা যুবলীগের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল

0

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাবনা জেলা যুবলীগ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোয়া মাহফিলের আয়োজন করে । আজ সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোয়া মাহফিলে পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুজা বিশ্বাস সনি ও যুগ্ন আহবায়ক সিবলী সাদিকের নেতৃত্বে শেখ রনি, পাবনা জেলা যুবলীগ সদস্য ফাহিমুল কবির শান্ত , সাকিল, একরাম, হিমেল, লালু, বিপু, সুমন সহ শতাধিক যুবলীগ কর্মী উপস্থিত ছিলেন ।

পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুজা বিশ্বাস সনি বলেন ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জীবন দিতে হয় বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলার জনগণ তাকে ‘বঙ্গমাতা’ উপাধিতে ভূষিত করে। বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা যেমন আলোকবর্তিতা, তেমনি আমাদের স্বাধীনতা ও দেশের মানুষের জন্য তার অবদান অনন্য অবিস্মরণীয়।
পরে ১৫ আগষ্ঠে বঙ্গবন্ধু,বঙ্গমাতা সহ নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.