কিডনী বিকল নুর হোসেনের চিকিৎসার্থে লক্ষাধিক টাকা অনুদান দিল মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক

0

আনোয়ার হোসাইন, মিরসরাই প্রতিনিধি : দুইবছর পূর্বে মোটর সাইকেল দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায় মিরসরাই সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়া গ্রামের বকশি জমাদার বাড়ীর নুরেরনবী। এরপর থেকে অভাবের সংসারে রাজ মিস্ত্রীর সহায়ক হিসেবে হাল ধরেন তারই একমাত্র পুত্র নুর হোসেন। চলতি বছরের শুরুর দিকে দুইটি কিড়নী বিকল হয়ে যায় নুর হোসেনের। অভাবের সংসারে যেখানে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নুরেরনবী পঙ্গুত্ব বরণ করায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছিল সেখানে নুর হোসেনের চিকিৎসা করানো অসম্ভব হয়ে উঠে। এই খবর পেয়ে নুর হোসেনের চিকিৎসার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়ালেন মিরসরা সমিতি ইউএসএ ইন্ক।

বৃহস্পতিবার নুরেরনবীর হাতে সমিতির পক্ষে নগদ অর্থ তুলে দেন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সলিম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ, সমাজ সেবক আহসানউল্ল্যাহ, আবু জাফর, জসিম উদ্দিন, যুবলীগ নেতা হুমায়ুন কবির সুমন।

নুর হোসেনের পিতা নুরেরনবী জানান, অভাবের সংসারে যেখানে তিন বেলা খাওয়া দাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে সেখানে ছেলের চিকিৎসা চালানো কোন ভাবে সম্ভব না। আমাদের কষ্টের দিনে মিরসরাই সমিতি ইউএস এইন্ক এগিয়ে এসেছে। তাদের এই ঋণ আমরা কখনো শোধ  করতে পারবোনা। আমরা সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, ‘সামাজিক সংগঠনগুলো থাকার কারণে সুবিধা বঞ্চিত মানুষগুলোর বিপদের সহায় হলো। আমি মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক’র সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমার ইউনিয়নের বাসিন্দা দুইটি কিডনী বিকল নুর হোসেনের চিকিৎসার্থে আর্থিক সহায়তা দিয়েছেন।’

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.