সাতক্ষীরা সুন্দরবন রেঞ্চে অবৈধভাবে মাছ ধারার সময় দুই জেলে আটক, নৌকা, মাছ ও জাল জব্দ
রিজাউল করিম সাতক্ষীরা: বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চে অবৈধভাবে মাছ ধারার সময় দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সুন্দরবনের ইছামতি নদীর কাঠেরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতালা গ্রামের খবিরউদ্দীনের ছেলে কামাল শেখ (৪২) ও গোলাম রসুলের ছেলে ইসমাইল গাইন (৫৫)।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ভোর রাতে দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজি মাছ, নৌকা ও জাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।