শেরপুরে এবছর সিডলেস লেবু ও ড্রাগনফল আবাদে লাভবান হয়েছেন চাষীরা
ইউসুফ আলী মন্ডল ,নকলা, শেরপুর : শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন গ্রামে ড্রাগনফল ও সিডলেস লেবু চাষ করে লাভবান হয়েছেন কৃষকগণ। স্থানীয় কৃষি জানায়,এবছর নকলা উপজেলার বাছুর আলগা, রামপুর, বাউশা গ্রামসহ বিভিন্ন গ্রামে ৩৫ হেক্টর জমিতে সিডলেস লেবু চাষ হয়েছে । ৬ হেক্টর জমিতে হয়েছে ড্রাগনফল চাষ । চাষীরা বলছেন সিডলেস লেবু এমন একটি জাত যা বানিজ্যিক ভাবে খুবই লাভবান। এই লেবুতে বীজ থাকে না। রসে ভরপুর, স্বাদ বা গন্ধ বেশ মজার।
ইহা কলম করে বছরে ১ কোটি কলম বাজারে বিক্রি করা যায়। প্রতিটি কলম ২৫ টাকা করে বিক্রি হয়ে থাকে। বাছুর আলগা গ্রামের আবু রায়হান শামীম জানান, ৫ একর জমিতে লেবু চাষ করে এবছর ৭ লাখ টাকা বিক্রি করেছেন তিনি। এছাড়াও কলম করে চারা বিক্রি করবেন বলে কলম তৈরি হচ্ছে। রফিকুল ইসলাম রামপুরের বাসিন্দা জানান, এবার ৫শতক জমিতে ড্রাগন ফল চাষ করে ৪০ হাজার টাকা বিক্রি করেছেন। স্থানীয় কৃষি অফিস জানায়, বছর ব্যাপী লেবু জাতীয় ফসল, লেবু ও মাল্টা চাষে শেরপুর জেলার নকলার মাটি ও আবহাওয়া বেশ উপযোগী।