মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর ঘর উপহার

0

নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর একশটি ঘর গরিব, দুঃখী অসহায় গৃহহীনদের মাঝে প্রদান করা হয়। স্থানীয় উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, এবছর ২ ধাপে প্রধানমন্ত্রীর দেওয়া ১০০টি ঘর মুজিববর্ষে গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে ১ম ধাপে ৫৮টি ঘর তৈরি করে গৃহহীনদের মাঝে বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। ২য় ধাপে আরো ৪২টি ঘর তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘরের মুল্য পড়ছে ১ লাখ ৯০ হাজার করে টাকা। নকলা উপজেলার টালকী ইউনিয়নে ৬টি, চন্দ্রকোনা ইউনিয়নে ৩৬টি ঘর নির্মাণ কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, পিআইও মোঃ জাহাঙ্গীর আলম, জানান ঘর নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মাঝে এসকল ঘর বিতরণ শুরু হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.