নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্য আটক
রিয়াজ হোসেন (লিটু), নাটোর থেকে : নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় ইমো হ্যাকার চক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার টানা অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের এই ১২ সদস্যকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন সাহা জানান, দীর্ঘ দিন ধরে ইমো হ্যাকার চক্রের সদস্যরা প্রবাসীদের টার্গেট করে ইমো হ্যাক করে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হলেও সাজাভোগ শেষে পুনরায় তারা এই কাজে জড়িয়ে পড়ে। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে ইমো হ্যাকার চক্রের প্রতারণা নিয়ে সংবাদ প্রকাশ হলে গত ১৯ সেপ্টেম্বর নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে স্বপ্রনোদিত হয়ে পুলিশকে মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন।
তারই প্রেক্ষিতে লালপুর থানার এসআই হাসান তৈফিক বাদি হয়ে পরদিন একটি মামলা রেকর্ড করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লালপুর থেকে গ-বিল এলাকার কিয়ামত আলীর ছেলে জামিরুল ইসলাম জনি(২০), অমৃতপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ তারেকের ছেলে আতিক হাসান (২৩), আব্দুল কুদ্দুসের ছেলে শিপন আলী(২৮) ও ইয়ার উদ্দিনের ছেলে সুমন আলী (১৯), মহারাজপুর গ্রামের আমানুল প্রামাণিকের ছেলে সিরাজুল ইসলাম মমিন(১৯), মোহরকয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে লালন (২৫) ও খায়রুল আলীর ছেলে পাপ্পু আলী(১৯) এবং বিলমারিয়া গ্রামের আতাহার ম-লের ছেলে আলম হোসেন (৩৮)সহ মোট ৮ জনকে আটক করে।
অপরদিকে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কৃষ্ণপুর গ্রামের শরিফুল ইসলেমের ছেলে সনি আহমেদ (২০), লালন মোল্লার ছেলে সুরুজ আলী (২০), গোলাম মোস্তফার ছেলে হারুনুর রশিদ (১৯) এবং শাহজাহান আলীর ছেলে শিপন আলী (১৬)সহ মোট ৪ জনকে আটক করা হয়। আটক ইমো হ্যাকারদেরকে প্রেস ব্রিফিং চলাকালে গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত করা হয়। এসময় বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ও লালপুর থানার ওসি ফজলুর রহমানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।