২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত

0

রিমন পালিত নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দিবসটি উপলক্ষে আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর , বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ধতন কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা পর্যটন দিবসকে আকর্ষনীয় করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেছেন এবং বান্দরবানে আগত সকল পর্যটকদের জন্য ৭ দিন ব্যাপী প্রতিটি হোটেল মোটেলে ৩০/ ডিসকাউন্ট ও সন্ধ্যাকালীন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইকেল প্রতিযোগিতা, মাউন্টেন বাইক প্রতিযোগিতা, ফানুসবাতি উড়ানো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন যা পর্যটন দিবসকে অনেক আকর্ষণীয় করে তুলবে মনে করবে বলে আশাবাদী অতিথিরা । পরিশেষে আন্তর্জাতিক পর্যটন দিবসকে সুন্দর ও সার্থক সার্থক মন্ডিত করার জন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.