কাপ্তাই কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

0

মাহফুজ আলম, কাপ্তাই : কাপ্তাই উপজেলার কেপিএম এলাকার কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম ( ৬৬) মৃত্যু বরণ করেছে বলে সংবাদ পাওয়া গেছে। ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন) । গেল সোমবার রাত আনুমানিক ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ক্যান্সার ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘ দিন ভুগছিলেন বলে তাঁর পরিবারের সূত্রে জানাযায়।

৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি বাঁশখালি উপজেলার চনুয়া ইউনিয়ন, কতুপখালী গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে প্রধান শিক্ষক মো. নুরুল আলম এর মৃত্যুতে কে আর সি স্কুল পরিচালনা কমিটির সভাপতি কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচং মারমা, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, শিক্ষক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক -শিক্ষিকাগন গভীর শোক প্রকাশ করেছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.