সুজানগরের ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা
পাবনা প্রতিনিধি : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে পাবনার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী সুজানগরের দশটি ইউনিয়নে যারা মনোনয়ন পেলেন, ভায়না ইউনিয়নে আমিন উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এস.এম সামছুল আলম, মানিকহাট ইউনিয়নে শফিউল ইসলাম, হাটখালী ইউনিয়নে আব্দুর রউফ, নাজিরগঞ্জ ইউনিয়নে আব্দুস সাত্তার প্রামানিক, সাগরকান্দি ইউনিয়নে শাহীন চৌধুরী, রানীনগর ইউনিয়নে তৌফিকুল আলম পিযূষ, আহম্মদ ইউনিয়নে কামাল হোসেন মিয়া, দুলাই ইউনিয়নে সিরাজুল ইসলাম শাহজাহান এবং তাঁতীবন্দ ইউনিয়নে আব্দুল মতিন মৃধা।
সুজানগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোটগ্রহণ ১১ নভেম্বর। সারাদেশে এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।