১৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ

0

নিজস্ব প্রতিনিধি : ১৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ । মাননীয় পুলিশ সুপারে জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি অভিযানিক দল অদ্য ০৭/১০/২০২১ ইং তারিখ রাতে পাবনা সদর থানারধীন রামানন্দপুর মধ্য পাড়ায় মোছাঃ মিতু খাতুন স্বামী আতিয়ার প্রামাণিকের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে হইতে ১৫ কেজি গাঁজা ও তিন বোতল নেশা জাতীয় সিরাপ সহ গ্রেফতার করা হয়, এ সময়ে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়। উক্ত মাদক দ্রব্য গাঁজা উপস্থিত জনসাধারণের সামনে জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলোঃ

১.মোঃ আতিয়ার(৩৯), পিতা- মোঃ হাসেম আলী, স্থায়ী সাং- কাশিপুর হেমায়েতপুর, বর্তমান সাং- রামানন্দপুর মধ্য পাড়া, ২। মোঃ পিয়াস(২৪), পিতা- মৃত কুতুব উদ্দিন, সাং- বিলভাদুরিয়া, উভয় থানা ও জেলা- পাবনা।  পলাতক আসামিদ্বয হলোঃ- ১. মোঃ সম্রাট (২২), পিতা- মৃত হুমায়ন @ হুমাই, সাং- রামানন্দপুর, ২. মোঃ সুজন প্রাং(৩৩), পিতা- মৃত কালু, সাং- বিলভাদুরিয়া,উভয় থানা ও জেলা- পাবনা। আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু হয়েছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.