ডোমার পৌরসভা নির্বাচন প্রার্থী সংখ্যা ৪৯, মেয়র-৩ কমিশনার-৪৬

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি :  ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডোমার পৌরসভা নির্বাচনে এক নারী সহ ৩ জন মেয়র ৪৬ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীগন। মেয়র পদে হলেন আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী গনেষ কুমার আগরওয়ালা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু, নীনা আফরোজ। ১০ই অক্টোবর রবিবার জেলা রির্টানিং ও নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের কাছে নিআজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন। জেলা রির্টানিং কর্মকর্তা জানান ইলেট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) এর মাধ্যমে এবারের ভোট অনুষ্ঠিত হবে।

যার জন্য ব্যাপক ভাবে প্রচার প্রচারনা চালানো হচ্ছে। প্রসংঙ্গত ১০ অক্টোবর রবিবার ছিল ৫ টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন।১১ অক্টোবর মনোনয়ন পত্র বাছাই।১২ হতে ১৪ অক্টোবর মনোনয়ন পত্র বাছাই বিরুদ্ধে আপিল। ১৬ অক্টোবর আপিল নিষ্পত্তি, ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের দিন। ১৮ অক্টোবর প্রতিক বরাদ্দ।২ নভেম্বর নয়টি কেন্দ্রে ৫১ টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে, মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.