বাংলার মাটিতে কোন সাম্প্রদায়িক অপশক্তিকে ঠাঁই দেয়া হবে না

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের চেয়ারম্যান খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে ” গ্লুকোমা, রেটিনা ও কর্ণিয়া সাব-স্পেসিয়ালটি ইউনিট স্থাপন” শীর্ষক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

প্রধান অতিথি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন- বাংলার মাটিতে কোন সাম্প্রদায়িক অপশক্তিকে ঠাঁই দেয়া হবে না। তাদের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেলসহ বড় বড় প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। চিকিৎসাসেবা উন্নয়নে সরকার নানাবিধ প্রকল্পের মাধ্যমে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন- কোন ঈমাম যেন সরকার বিরোধী ও উষ্কানীমূলক বক্তব্য দিতে না পারে,সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নানামূখী ষড়যন্ত্র করা হচ্ছে। সাম্প্রদায়িক শক্তিগুলো সরকারকে বেকায়দায় ফেলতে নানামূখী চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বারবার ক্ষমতায় এনে অসাম্প্রদায়িক দেশ গঠন করে উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে উন্নয়নে সহযোগিতা করতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার), রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবু বকর ছিদ্দিক, জাতীয় অন্ধ কল্যান সমিতির দিনাজপুরের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুল লতিফ প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।

অনুষ্ঠানে, বিশিষ্ট চক্ষু চিকিৎসক, সরকারী কর্মকর্তা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.