ইক্ষু গবেষণা ইনিস্টিটিউটের নিয়োগে পাবনা জেলা কোঠার দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন
এস এম রিমন হোসেন, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি : ইক্ষু গবেষণা ইনিস্টিটিউটের নিয়োগে পাবনা জেলা কোঠার দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ( ২৬ অক্টোবর ) সকাল ১১.৩০ মিনিটের সময় বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনিস্টিটিউটের প্রধান ফটকের সামনে ‘পাবনা জেলার সর্বস্তরের জনগন’ ব্যানারে এ মানবন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয় ।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক সজিব মালিথার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন , স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানা , ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর ইউসুফ প্রধান , কাউন্সিলর ফিরোজা বেগম , কাউন্সিলর জাহাঙ্গির হোসেন , কাউন্সিলর কামাল হোসেন , স্বেচ্ছাসেবক লীগ নেতা রুয়েন , ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুঝ , কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুুখ।
মানববন্ধনে বক্তরা বলেন , পাবনা জেলার ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিউটের অবস্থান । এই প্রতিষ্ঠানে চাকুরি ক্ষেত্রে সর্বাগ্রে এই জেলার মানুষের অধিকার রয়েছে । অথচ দীর্ঘদিন যাবৎ এখানে পাবনা জেলার মানুষকে নিয়োগ দেয়া হচ্ছে না । পাবনা জেলার মানুষের জন্য কোটা প্রবর্তনের দাবী জানিয়ে বক্তারা প্রতিষ্ঠানের কাজ ছোট ছোট কোটেশনে বিভক্ত না করে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সম্পাদনের আহব্বান জানান ।
পাবনা জেলার কোটা সংযোজন না করলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে বলেও জানান বক্তারা। এসময় ইনস্টিউটের মহাপরিচালকের অপসারণের দাবী জানানো হয় ।