পাবনায় আওয়ামী যুব মহিলা লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেট হামলা প্রতিবাদে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া আনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: পাবনায় আওয়ামী যুব মহিলা লীগের আয়োজন ২১ আগস্ট গ্রেনেট হামলা প্রতিবাদে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেট হামলা প্রতিবাদে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতে ২১ আগস্ট গ্রেনেট হামলায় ২৪ জন শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও ১ মিনিট নীরাবতা পালন করেন দলের নেত্রীবৃন্দ’রা।
জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি এ্যাড আরেফা খানম শেফালী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক কোহিনুর ফেরদৌস কণা’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-১ আসনরে সংসদ সদস্য এ্যাডঃ শামসুল হক টুকু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ বিলায়েত আলী বিল্লু, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন , পাবনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, জেলা যুবলীগের আহ্বায়ক ও পাবনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলী মর্তূজা বিশ্বাস সনি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টেগার , পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুর রহমান , পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন নান্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাইখুলয়ারা বিদ্যুৎ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাকিম মালিথা, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সিবলী সাদিক, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাকিরুল ইসলাম রনি।
পাবনা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, পাবনা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আহম্মেদ শরিফ ডাবলু, সাবেক ছাত্র নেতা সেলিম হোসেন , পাবনা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পাবনা জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি আইরিন কিবরিয়া কেকা, সহ সভাপতি তাওহীদা তামান্না সাথী, সাংগঠনিক সম্পাদক তাসমিনা শম্পা, যুগ্ন সম্পাদক রোখসানা পারভীন কনক, জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক এডভোকেট ফাহিমা সুলতানা রেখা , উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা পারভীন দিপা, সাধারন সম্পাদক রোমানা আক্তার মিতু , পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিউলী খাতুন, সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেট হামলা শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।