“গাংনীতে নির্বাচনী কর্মী সভায় ব্যবসায়ীর প্রদর্শন করা সেই শর্টগান থানায় জমা

0

তৌহিদ উদ দৌলা রেজা: “গাংনীতে নির্বাচনী কর্মী সভায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন।। এলাকাবসীর মাঝে আতঙ্ক“ শিরোনামে বুধবার রাতে সংবাদটি প্রকাশের পর শুক্রবার রাত ১১ টায় অস্ত্রটি থানা জমা করেছে গাংনী থানা পুলিশ।

অস্ত্রটি জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান বলেন, আমি একজন ব্যবসায়ী অস্ত্রটি আমার নামে বৈধ লাইসেন্স আছে।ওসি সাহেব অস্ত্রও লাইসেন্স নিয়ে দেখা করতে বলেছিলেন। আমি অস্ত্র জমা দিয়েছি।

আগ্নেয়াস্ত্রটি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, নির্বাচনী কর্মী সভায় অস্ত্র নিয়ে যাওয়ার বিষয়টি জানার পর ঐ ব্যাক্তিকে ডেকে এনে বৈধ কাগজপত্র দেখে অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে।

উল্লেখ্য: বুধবার বিকেল ৫ টায় কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলজার হোসেন এর নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।নির্বাচনী কর্মী সভার মঞ্চে প্রধান অতিথির পাশেই শর্টগান নিয়ে মহড়া দেওয়ার বিষয়ে পত্রিকায় প্রকাশের পর প্রশাসনের নজরে আসে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.