চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে থৈ থৈ করেছে উপকূল এলাকা

0

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের বারআউলিয়া এলাকার খোলা বেড়িবাঁধ দিয়ে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে থৈ থৈ করেছে উপজেলার উপকূল এলাকা। গত ক’দিন ধরে আশঙ্কাজনকহারে জোয়ারের পানি বৃদ্ধি বসতঘর, কবরস্থান, মসজিদ-মাদ্রাসা, পুকুর, মৎস্য ঘের ডুবে  ইতিমধ্যে তলিয়ে গেছে আমনের বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার স্যানিটেশন ব্যাবস্থা। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১০ হাজারেরও অধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। জোয়ারের পানি প্রবেশ করে স্থানীয়  ৪, ৫,৬,৮,ও৯, নং ওয়ার্ডেও বাসিন্দাদের বসতঘরে। অনাহারে -অর্ধহারে দিন খাটাচ্ছে হাজার হাজার মানুষ। এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের বারআউলিয়া এলাকায় প্রায় দুইশ’ মিটার বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে সাগর গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। এ এলাকায় খোলা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি উঠানামা করছে। শুধু তাই নয়, এছাড়াও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার চাতরী, মহতরপাড়া, কৈখাইন ,তৈলারদ্বীপ, বারখাইন, হাইলধর, জুঁইদণ্ডী ,পরৈকোড়া,  আনোয়ারা সদরসহ নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রামে জনদুর্ভোগ বেড়ে গেছে। স্থানীয়  বাসিন্দা ইমতিয়াজ বলেন ,সময়মতো বেড়িবাঁধের উন্নয়ন কাজ শেষ হইনি , তাই জোয়ারের পানি বেড়ে গেলে বেডিবাঁধের খোলা অংশ পানি প্রবেশ করে। পানিবন্দি এসব এলাকার মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে । এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, চলতি বর্ষা মৌসুম শেষ হলেই, চলমান উন্নয়ন মাটির কাজ  শেষ করে সিসি ব্লক বসানোর মাধ্যমে ভাঙন ও জোয়ারের পানির সমস্যা স্থায়ীভাবে লাঘব করা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.