কুড়িগ্রামে গণ প্রকৌশল দিবস পালন

0

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি :‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠণে আধূনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে গণ প্রকৌশল দিবস ও ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার দুপুর ১২টায় শহরের জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত আইডিবি অফিস প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় আইডিবি’র জেলা নির্বাহী কমিটির সভাপতি কামাল আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মো. জাফর আলী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ ড. মো. নুরে আলম, আইডিইবি রংপুর অঞ্চলের সহ-সভাপতি মো. মাহবুবার রহমান, জেলা আইডিবি’র সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.