বেড়া পৌরসভায় বিদ্রোহী প্রার্থী আব্দুল বাতেন ও ফজলুর রহমান মাসুদকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের সিদ্ধান্ত
পাবনা প্রতিনিধি : বেড়ায় পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন ও জেলা আওয়ামী লীগের সদস্য এইএচএম ফজলুর রহমান মাসুদকে আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিস্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু, আব্দুল হামিদ মাষ্টার, উপদেষ্টাবৃন্দ এবং নির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের বিরুদ্ধে দলের প্রার্থীদের বহিস্কার এবং যারা বিদ্রোহী প্রার্থীদের মদদ দেবে অথবা পক্ষ নেবে তাদেরকে চিহিৃত করে বহিস্কার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।