চিরিরবন্দর উপজেলায় এবার ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী

0

মোঃ আসাদুল্লাহ আল গালিব,দিনাজপুর প্রতিনিধি-পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৪ নং ইসবপুর ইউপিতে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন শাহিনুর আক্তার সাথী নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি। দিনরাত নিজের নির্বাচনী এলাকার চষে বেড়াচ্ছেন। এতে ভোটারদের মাঝে নতুন উৎসাহ দেখা যাচ্ছে।

উপজেলার ৪ ন়ং ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে এ বছর ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন বিন্ন্যাকুড়ি গ্রামের শাহিনুর আক্তার সাথী আহমেদ নামের তৃতীয় লিঙ্গের ব্যক্তি।

ইউপি সদস্য পদে প্রার্থী শাহিনুর আক্তার সাথী জানান, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ইসবপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছি। আমি আমার নির্বাচনী এলাকাসহ দেশবাসী সকলের কাছে দোয়া চাই।

নির্বাচনে জয়লাভ করতে পারলে এলাকা সকল মানুষকে সাথে নিয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়েসহ সকল অনৈতিক কার্মকাণ্ড দূরকরণে এলাকার জনগণকে সাথে নিয়ে অগ্রণী ভূমিকা রাখবেন বলে জানালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী শাহিনুর আক্তার সাথী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.