ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ড মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিল সফিকুল

0

নইমুল ইসলাম সজিব, শ্রীপুর, গাজীপুর : গাজীপুর শ্রীপুরে আসন্ন ৪নং তেলিহাটি ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ইউনিয়ন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক,বর্তমান মেম্বার মো.সফিকুল ইসলাম।

বুধবার (৮ডিসেম্বর ) উপজেলা নির্বাচন অফিসে বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো.আল নোমান কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্তি করব।সেই সাথে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত আধুনিক ডিজিটাল ওয়ার্ড গড়ে তোলা হবে।

সফিকুল ইসলাম এর আগেও দুই বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন জয়ী হন। তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর , মনোনয়নপত্র বাছাই ১৩ ডিসেম্বর , বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ডিসেম্বর থেকে ১৫ডিসেম্বর , আপিল নিষ্পত্তি ১৮ডিসেম্বর।প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর,প্রতীক বরাদ্দ ২০ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ৫ জানুয়ারি ।

ঐদিন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৫নং ওয়ার্ড একাধিক প্রার্থী থাকায় ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ সুষ্ঠ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এছাড়াও ইউপি সদস্য পদে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আরও উপস্থিত ছিলেন,সাবেক তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা,সাবেক মেম্বার আমির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন, গ্রাম কমিটির সভাপতি আমির উদ্দিন, কৃষক লীগের নেতা হেলিম,দিলিপ মাহাজন,নজিম শেখ প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.