কৃষকদের সুরক্ষায় চুয়াডাঙ্গায় বজ্র শেল্টার

0
চুয়াডাঙ্গা থেকে মোঃ পলাশ উদ্দীন :  সাম্প্রতিককালে বেড়ে গেছে বজ্রপাত। বেড়েছে বজ্রপাতে মৃতের সংখ্যা। দেশে বছরে বজ্রপাতে যে সংখ্যক মানুষ মারা যাচ্ছে তার শতকরা ৮৪ ভাগই কৃষক। এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিষয়টি উপলদ্ধি করতে পেরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গার কৃষি কর্মকর্তা । কৃষকদের সুরক্ষায় মাঠে মাঠে তৈরি করছেন বজ্র শেল্টার। পাট ক্ষেতে সার দিতে গিয়ে বজ্রপাতে মারা যান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের কৃষক নান্নু। এ ঘটনা নাড়া দেয় দামুড়হুদা উপজেলার কৃষি কর্মকর্তা তরুণ কৃষিবিদ মনিরুজ্জামানকে। মাঠে কাজ করতে গিয়ে বৃষ্টিপাত কিংবা বজ্রপাত হলে কৃষক যেন সাথে সাথে আশ্রয় নিতে পারে এ জন্য মাঠে মাঠে তৈরি
করছেন ‘বজ্র শেল্টার’। কৃষকদের উদ্বুদ্ধ করে সিমেন্ট শিট ও বাঁশ দিয়ে দিয়ে তৈরি করছেন ঘর। এ উদ্যোগে খুশি এলাকার কৃষকরা।
কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কৃষক নান্নুর মৃত্যু আমাকে নাড়া দেয়। গবেষণা করে দেখি এভাবে দেশে প্রতিবছর বজ্রপাতে যারা মারা যাচ্ছেন তার শতকরা ৮৪ ভাগই কৃষক। তখনই সিদ্ধান্ত নিই কৃষকদের সুরক্ষায় কিছু করতে হবে। এরপর নির্মাণ করি ’বজ্র শেল্টার’। শুধু বজ্র শেল্টারই নয়, সাথে থাকছে টিউবওয়েল ও ডাস্টবিন। মাঠে কৃষকরা বিশুদ্ধ পানি পান করতে পারবেন। সেই সাথে ব্যবহৃত সার ও কীটনাশকের প্যাকেট ডাস্টবিনে ফেলে মাটির স্বাস্থ্যও সুরক্ষা করতে পারবে।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.