জাতীয় জুজুৎসু কারাত প্রতিযোগীতায় মণিরামপুরের মা-মেয়ের কৃতিত্ব
যশোর প্রতিনিধি : চতুর্থ জাতীয় জুজুৎসু কারাত প্রতিযোগীতায় মণিরামপুরে মা ও মেয়ে অনন্য কৃতিত্ব লাভ করেছেন। এ প্রতিযোগিতায় মা রাবেয়া খাতুন স্বর্ণপদক লাভ করেছেন এবং একই প্রতিযোগিতায় মেয়ে পেয়েছেন ব্রোঞ্জ পদক।
মা রাবেয়া খাতুন মণিরামপুর পৌর এলাকার দূর্গাপুর গ্রামের দিলশাদের স্ত্রী এবং মেয়ে হলেন আরিসা সুলতানা। একই প্রতিযোগিতায় মোঃ আবু সুফিয়ান ও সেলিম রেজা ব্রোঞ্জপদক লাভ করেছেন।
পাশাপশি আবু সুফিয়ান জাতীয় জুজুৎসু ফেডারশন এসোসিয়েশনের জাতীয় কোচ নির্বাচিত হয়েছেন। মণিরামপুরের মার্শাল আট কারাত পরিচালক আবু সুফিয়ান জানান, গত ১০ ও ১১ ডিসেম্বর ঢাকার পুরাতন পল্টনস্থ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ভেন্যুতে তিন শতাধিক প্রতিযোগীর অংশ গ্রহণে জুজুৎসু কারাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে মণিরামপুরের রাবেয়া খাতুন স্বর্ণপদক লাভ করেন। বাকী অন্যান্যরা বিজয়ী হয়ে অতিথিদের নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। বিশেষ অতিথি ছিলেন, জুজুৎসু কারাতের সভাপতি খন্দকার গোলাম ফারুক প্রিন্স এমপি, এটিএন বাংলার তাসিক আহম্মেদ, বাংলাদেশ মার্শাল আট ফেডারেশনের হাসানুজ্জামান মনি, জুজুৎসু কারাত এ্যাসোসিয়েশনের লায়ন নাদিরা আহসান প্রমূখ।