শিক্ষার্থীদের শিক্ষাদানের ভাল পরিবেশ তৈরি করেছে বর্তমান সরকার -এমপি প্রিন্স

0

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। বক্তব্য কালে এমপি প্রিন্স বলেন বর্তমান সরকার স্কুল কলেজ মাদরাসা গুলোতে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন । বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় গুলোতে নজর দিয়েছেন বর্তমান সরকার । কারণ বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন প্রাথমিক বিদ্যালয় গুলোতে ভাল পরিবেশ না থাকলে শিক্ষর্থীরা ঝরে পরবে। তাই সকল বিদ্যালয় গুলোতে নতুন নতুন ভবন তৈরি করছেনে তিনি।
এমপি আরো বলেন, প্রাথমিক স্তর হলো শিক্ষার ভীত গড়ার স্তর। এই জন্যই প্রাথমিক পর্যায়ে শিক্ষর্থীদের ভাল শিক্ষা দানের পাশাপাশি ভাল পরিবেশ তৈরি করছেন সরকার ।

উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, মালিগাছা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা খাতুন, ম্যানেজিং কমিটির সভাপতি হারেজ আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হাসান জিনদান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন বিশ^াস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, বন ও পরিবেশ সম্পাদক আব্দুর রাজ্জাক, থানা আওয়ামীলীগ নেতা হেলাল, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর করিম , সহ-সভাপতি আলো , যুগ্ন সম্পাদক আবুল হোসেন, মোহাম্মাদ হোসেন, সদর আলী মাষ্টার, আব্দুর সালাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.