হরিনাকুন্ডুতে অবৈধ যানের ছড়াছড়ি, মাঠে নেমেছে প্রশাসন

0

তুষার হাবীব (হরিণাকুন্ডু) ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলাতে চলতি মাসে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনা ঘটেছে অন্তত ১০ টি। এর মধ্যে ৩ জনের প্রানহানি হয়েছে। তাহার মধ্যে ছিল ৩ বছরে অবুঝ নিশ্বপাপ শিশু কন্যা আছিয়া যাহা হরিণাকুন্ডু বাসীর বুকে বড় আঘাত এনেছে, এই মৃত্য খবর শুনে, অবৈধ আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে মান্দার তালা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা বিশ্নেষন করে দেখা যায় প্রতিটি ঘটনাতেই আছে অবৈধ যান। নছিমন করিমন আলমসাধুর মতো অবৈধ ভাটায় সঙ্গে এখন যুক্ত হয়েছে, ইট ভাটায় ট্রলি আতঙ্ক। চলতি মাসে এই যান ১০ টি ঘটনার ৩ জনকে সড়কে পিষে মেরেছে।

ট্রাক্টর ও পাওয়ার টিলার দুইটি মাঠে কৃষিকাজের জন্য অনুমোদিত, সড়ক মহাসড়ক পন্য বা অন্যান্য সামগ্রী বহনের অনুমতি নেই।পাশাপাশি চালক অদক্ষ হওয়ায় এসব যানের কারনে দুর্ঘটনা বাড়ছে। প্রয়োজনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে অবৈধ এসব যানের বিরুদ্ধে আন্দোলন নেমেছে। সচেতনতার পাশাপাশি করা হচ্ছে জরিমানা আদায়,হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে হরিণাকুন্ডু নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম আহমেদ আলমসাধু নসিমন, ফিটনেসবিহীন গাড়ি, অভার লোডিং গাড়ি, পাখিভ্যান, নসিমন, ট্রাকক্টের, ও মোটরসাইকেল এর সড়ক আইনে বিভিন্ন মামলা ও জরিমানা আদায় করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.