অভয়নগরে ৮ ইউনিয়নে নৌকা-৪ : স্বতন্ত্র-৪
যশোর প্রতিনিধি : চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চারজন ও স্বতন্ত্র প্রার্থী চারজন নির্বাচিত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে একযোগে বিকাল ৪ টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় কর্তৃক বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী চেয়ারম্যানরা হলেন, প্রেমবাগ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বিজয়ী নৌকা প্রতীকের প্রভাষক মফিজ উদ্দিনের প্রাপ্ত ভোট ৫ হাজার ৪শ ৪৬, তার নিকটতম সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সিরাজুল ইসলাম মান্নুর প্রাপ্ত ভোট ৪ হাজার ২শ’ ৮৮, আনারস প্রতীকের প্রার্থী অধ্যাপক মশিউর রহমান’র প্রাপ্ত ভোট ৩ হাজার ৬শ’ ৩২, ফরিদুল ইসলাম (লাঙ্গল প্রতীক) ২শ’ ৮৯, সুরভী রেজা (মোটর সাইকেল) ২শ’ ৮৯।
সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজয়ী নৌকা প্রতীকের বিকাশ রায় কপিল’র প্রাপ্ত ভোট ২ হাজার ৪শ’ ৬৩, তার নিকটতম চশমা প্রতীকের বিকাশ মল্লিক-এর প্রাপ্ত ভোট ২ হাজার ৩শ’ ৯৮, আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ২ হাজার ৩শ’ ১, মোটর সাইকেল প্রতীকের প্রাপ্ত ভোট ৭শ ৫২, হাতপাখা প্রতীকের প্রাপ্ত ভোট ৪শ’ ২৩।
চলিশিয়া ইউনিয়নে আনারস প্রতীকের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সানা আব্দুল মান্নান-এর প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ হাজার ৬৬, তার নিকটতম নৌকা প্রতীকের মশিয়ার রহমান-এর প্রাপ্ত ভোট ২ হাজার ৬শ’ ৭৫, মোটর সাইকেল প্রতীকের আ: রাজ্জাক-এর প্রাপ্ত ভোট ২ হাজার, ৬৭, চশমা প্রতীকের প্রার্থী ইনামুল হাসান পলাশ এর প্রাপ্ত ভোট ১ হাজার ৩শ’ ৮, হাতপাখা প্রতীকের প্রাপ্ত ভোট ৭শ’ ৩৪।
পায়রা ইউনিয়নে বিজয়ী নৌকা প্রতীকের মো. হাফিজুর রহমান বিশ্বাস-এর প্রাপ্ত ভোট ৬ হাজার ৩শ’ ১০, নিকটতম প্রার্থী ফিরোজ আলম এর প্রাপ্ত ভোট ৫ হাজার ৮শ’ ৯৭, হাতপাখা প্রতীকের প্রাপ্ত ভোট ৩শ’ ৬০। শ্রীধরপুর ইউনিয়নে বিজয়ী নৌকা প্রতীকের মো. নাসির উদ্দিন এর প্রাপ্ত ভোট ৮ হাজার ৯শ’ ২১, নিটকতম আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ৫ হাজার ২শ’ ৭৫, চশমা প্রতীকের প্রাপ্ত ভোট ৩ হাজার ৬শ’ ৫৫, হাতপাখা প্রতীকের প্রাপ্ত ভোট ২ হাজার ২শ’ ৫৫, লাঙ্গল প্রতীকের প্রাপ্ত ভোট ৩শ’ ৯৩।
বাঘুটিয়া ইউনিয়নে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ তৈয়েবুর রহমান এর প্রাপ্ত ভোট ৫ হাজার ৫৩, নিকটতম নৌকার প্রার্থী অর্জুন সেন এর প্রাপ্ত ভোট ৪ হাজার ৪শ’ ৭৭, আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ৪ হাজার ১শ’ ৯৮, হাতপাখা প্রতীকের প্রাপ্ত ভোট ১শ’ ৯৩।
শুভরাড়া ইউনিয়নে বিজয়ী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. জহুরুল ইসলাম এর প্রাপ্ত ভোট ৩ হাজার ৪শ’ ৩, নিকটতম ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট ৩ হাজার ১শ’ ৬৫, মোটর সাইকেল প্রতীকের প্রাপ্ত ভোট ২ হাজার ৮শ’ ২৩, নৌকা প্রতীকের ইদ্রিস আলীর প্রাপ্ত ভোট ২ হাজার ৮শ’ ১৩, আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ১ হাজার ৩শ’ ৫৪, হাতপাখা প্রতীকের প্রাপ্ত ভোট ১ হাজার ৪শ’ ২০, টেবিলফ্যান প্রতীকের প্রাপ্ত ভোট ২২।
সিদ্ধিপাশা ইউনিয়নে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের স্বাতন্ত্র প্রার্থী শেখ আবুল কাশেম এর প্রাপ্ত ভোট ৮ হাজার ৫শ’ ৪, তার নিকটতম নৌকা প্রতীকের খান এ কামাল এর প্রাপ্ত ভোট ৭ হাজার ৫শ’ ১৫, হাতপাখা প্রতীকের প্রাপ্ত ভোট ৬শ’ ১৭, আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ১শ’ ৬১, চশমা প্রতীকের প্রাপ্ত ভোট ৬১।
উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৪২ হাজার ৯৮। মহিলা ভোটার ৭০ হাজার ৯৩৪, পুরুষ ভোটার ৭১ হাজার ১৬৪। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত আসনে ৯৫ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।