শ্রীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

0

নইমুল ইসলাম সজিব, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি)বেলা পাঁচটায় উপজেলার মাওনা চৌরাস্তায় আব্দুল জলিলের নিজস্ব অফিসের ২য় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছাত্তার আবুল এবং সঞ্চালনা করেন তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আ.জলিল। আ. জলিল বলেন, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন । এর আগে ৮ই জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন এবং পরে পাকিস্তান হয়ে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকায় ফেরেন এই মহান নেতা। মহান নেতা স্বদেশ প্রত্যাবর্তনের ফলে দেশে স্বাধীনতা পূর্ণতা স্বাদ পায়। ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা আজ দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন।করোনা মোকাবিলায় বিশ্বে রোল মডেল হিসাবে নিজেকে প্রকাশ করতে পেরেছেন জননেত্রী শেখ হাসিনা।

এতে আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, কাওরাইদ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টার, উপজেলা যুবলীগের সহ সভাপতি শারফুল ইসলাম,শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস্, শ্রীপুর আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান হক ,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন,পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাওন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, তেলিহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হযরত আলীর জয়, রহমত আলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি জুনায়েদ সিদ্দিক সহ আরও অনেকে।

আরও উপস্থিত থাকেন, তেলিহাটি ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, ৮নং সদস্য শফিকুল ইসলাম শফিক,পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উমেদ আলী, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, তেলিহাটি কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক অভি, নজিম প্রমুখ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.