নূরুজ্জামান বিশ্বাস এমপির নির্দেশনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তুহিনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই।

শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।

এবার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে ও সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জালাল উদ্দীন তুহিন। শনিবার (২২ জানুয়ারি) তার নিজ জন্মস্থল ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী পশ্চিম পাড়া ও চরমিরকামারী সেন্টার পাড়া সহ বিভিন্ন স্থানে প্রায় ১২০০ শত অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে জালাল উদ্দিন তুহিন বলেন, আমি আপনাদেরই সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের পরামর্শে আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা, সলিমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম সরদার, সলিমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মাষ্টার, সলিমপুর ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন, সলিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল বিশ্বাস, ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন , পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান সোহেল প্রমুখ।

এসময় কম্বল পেয়ে অসহায় মানুষ উচ্ছাস প্রকাশ করে বলেন, এই শীতের একখান কম্বল পেয়ে খুব উপকার হলো। আল্লাহ তুহিন ভাইকে অনেকদিন বাঁচিয়ে রাখুক।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.