চাটমোহর পৌর এলাকায় সিসি টিভি ক্যামেরার উদ্বোধন

0

পাবনা প্রতিনিধি : অপরাধ নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর পৌর এলাকায় সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

চাটমোহর থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) জিন্নাহ আল মামুন, চাটমোহর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোকলেছুর রহমান বিদ্যুৎ।

স্বাগত বক্তব্য দেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, নিরাপত্তায় অর্থ লগ্নি করা মানে বিনিয়োগ। নিজের ভাল নিজেদের বুঝতে হবে। যারা সিসি টিভি ক্যামেরা স্থাপনে সহযোগিতা করেছেন তাদের কাজকে ধরে রাখতে হবে। সিসি টিভি ক্যামেরা রক্ষণাবেক্ষণ করতে হবে। যাতে এগুলো নষ্ট না হয়। যাতে কেউ চুরি করতে না পারে। চোখ কান খোলা রাখতে হবে। পুলিশ এটি মনিটরিং করবে। চাটমোহর পৌরসভার আইন শৃঙ্খলা রক্ষায় ভুমিকা রাখবে সিসি টিভি ক্যামেরা।

মহিবুল বলেন, থানা হবে মানুষের ভরসার প্রথম আশ্রয়স্থল। আইজিপি স্যার থানাকে সেভাবে গড়ে তুলতে কাজ করছেন। যাতে করে ভুক্তভোগী থানায় এসে ভরসা পায়। এজন্য বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। তবে অনেক বেশি আইন প্রয়োগ হচ্ছে। জরিমানা হচ্ছে। কিন্তু তারপরও মানুষ আইন মানছেন না। জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় শত শত মোটরসাইকেলে নিয়ে মহড়া দিয়েছেন। প্রতিনিয়ত হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন অনেক মানুষ। আমরা সচেতন করার চেষ্ট করছি। আত্মহত্যা বন্ধে সচেতনতা বাড়াতে হবে, সতর্ক থাকতে হবে পরিবারকেও। সামাজিক ইস্যুগুলোতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নেটওয়ার্ক গ্রুপের অর্থায়নে এবং বেসিক বিল্ডার্স, আজিজ অ্যান্ড সন্স ও ইয়াকুব আলীর সহযোগিতায় চাটমোহর পৌর এলাকার গুরুত্বপূর্ন মোড়ে ৬০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য,এর আগে এই উপজেলার হরিপুর বাজার ও রেলবাজারকে সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.