৩১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মিনিট্রাক সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

নিজস্ব প্রতিনিধি : ৩১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মিনিট্রাক সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ ১৫ ফেব্রয়ারি, র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের উত্তর চর আহাম্মদপুর সাকিনস্থ সুইজ গেটের সন্নিকটে মোঃ হারুন শেখ (৫০) এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ০১। মোঃ আরাফাত দেওয়ান (২৫) (হেলপার), পিতা- মোঃ মাজেদ দেওয়ান, সাং-ছাতকবরাট, থানা- সাঁথিয়া, জেলা- পাবনাকে ৩১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ০১টি মিনি ট্রাক, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিমকার্ড, নগদ ১১৫/- টাকা, চাবি ০৬টি, গাড়ির ফিটনেস কাগজ ০১টি, ট্যাক্স টোকেন ০১ টি, রুট পারমিট ০১, ইন্সুরেন্স ০১টি, রেজিঃ কার্ড ০১টি সহ গ্রেফতার করে ও ঘটনাস্থল হতে পলাতক ০২ জন আসামী ২। মোঃ মিজানুর রহমান (২৭), পিতা- মোঃ আব্দুল বাতেন, সাং-আহাম্মদপুর (পশ্চিম পাড়া), থানা- আমিনপুর, ৩। মোঃ সাগর খাঁন (৩০), পিতা- মোঃ ইয়াছিন খাঁন, সাং-এদ্রাকপুর, থানা-সাঁথিয়া, উভয় জেলা-পাবনাদের বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীর জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.