গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

0

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জি এর দিকনির্দেশনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০০০ কম্বল ও ১০০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

গত ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে যা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতিটি ত্রাণ এর প্যাকেটে ছিল ১.৫ কেজি চাল, ০২ কেজি আটা, ০১ লিটার তেল, ০১ কেজি চিনি, ৫০০ গ্রাম ডাল, ০১ কেজি লবণ, ০৯ প্যাকেট স্যুপ, ০৬ প্যাকেট হরলিক্স, ০১ টি লাক্স সাবান, ০৪ প্যাকেট টয়লেট ক্লিনার, ০৬ মিনি প্যাকেট হুইল পাউডার, ০৮ মিনি প্যাকেট হ্যান্ডওয়াশ এবং ১৮ মিনি প্যাক টুথপেষ্ট।
এসময় ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ সহ সেনা সদস্যরা উপসস্থিতি ছিলেন।।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.